কালিহাতীতে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

শুভ্র মজুমদার. কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:২৩ এএম, রোববার, ৩ জুন ২০১৮ | ৮০৯

টাঙ্গাইলের কালিহাতীতে মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন।

শনিবার (৩ জুন ) গভীর রাতে কালিহাতী উপজেলার পাইকরা ইউনিয়নের গোলড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত মাদক ব্যবসায়ী ওই গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে রুহুল ওরফে কাইল্ল্যা রুহুল।

টাঙ্গাইল র‌্যাব-১২ এর ৩ নং কোম্পানি কমান্ডার মেজর রবিউল ইসলাম জানান, দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোলড়া গ্রামের মাদক বিরোধী অভিযান চালায় র‌্যার। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী রুহুল র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়লে রুহুল গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য গুরুতর আহত হন। তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, হোরোইন ও ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। নিহত রুহুলের বিরুদ্ধে কালিহাতী থানায় একাধিক মাদক মামলা আছে বলে জানিয়েছে র‌্যাব।

নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।