টাঙ্গাইলে ম্যাজিস্ট্রেটের উপর হামলার ঘটনায় মামলা


টাঙ্গাইলের ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ম্যাজিস্ট্রেটের উপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) রাত ১২টার পর হামলার শিকার উপজেলা সহকারি কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল রনী বাদী হয়ে উপজেলা বাস মিনিবাস, কোচ শ্রমিক সমিতির সাংগঠনিক সম্পাদক পাপ্পু খানের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫/২০জনের নামে ভুঞাপুর থানায় মামলা দায়ের করেন।
সরকারি কাজে বাধা ও হামলায় আহত করার কথা উল্লেখ করে মামলা দায়ের করা হয়।
অপরদিকে মঙ্গলবার বিকেল থেকেই ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় সংগঠিত ওই হামলার ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করেছে। থানায় মামলা দায়ের পর গ্রেফতার আতঙ্কে রয়েছে পরিবহন শ্রমিকরা। এর ফলে স্বাভাবিক্য দিনের মত ভূঞাপুর হতে ঢাকার উদ্দেশ্য তেমন পরিবহন ছেড়ে যায়নি।
এ বিষয়ে ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল ওহাব জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পরিবহন শ্রমিকদের হামলার ঘটনায় ম্যাজিস্ট্রেট বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫/২০জনের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিং, সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনী। এ সময় যত্রতত্র গাড়ি পার্কিংয়ের দায়ে সড়ক পরিবহন আইনে দুই পরিবহন শ্রমিককে ৫ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। এ দন্ডে উত্তেজিত হয়ে ওঠেন উপস্থিত পরিবহন শ্রমিকরা। পরে ওই শ্রমিকদের ছাড়িয়ে নিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনীর ওপর হামলা চালানো হয়। এসময় শ্রমিকদের হামলায় তার নাক ফেটে রক্ত বের হতে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। এ ঘটনার পর উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও শ্রমিক পরিবহন নেতাদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সকল পক্ষের সাথে আলোচনা হয়। শ্রমিক নেতারা ইউএনও ও ম্যাজিস্ট্রেটের কাছে ক্ষমা চান। পরে দুই পরিবহন শ্রমিককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।