জাতীয় পার্টির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪২ এএম, রোববার, ৩ জুন ২০১৮ | ৬৭৭

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ভিপি আবু আহমেদের সভাপতিত্বে ইফতার পুর্ব আলোচনা সভায় বক্তৃতা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান খন্দকার আব্দুস সালাম, টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে জাতীয় পার্টির এমপি প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর জাতীয় পার্টির সভাপতি এডভোকেট শাহেদ আনোয়ার,সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ প্রমুখ।

এসময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সাংসদ একাব্বর হোসেন, মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য খান আহমেদ শুভ, মির্জাপুর পৌর মেয়র সাহাদত হোসেন সুমন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি ছিবার উদ্দিন, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন তাপস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম সহ জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি হোসেইন মোহাম্মদ এরশাদ ও সংসদের বিরোধী দল নেত্রী রওশন এরশাদের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।