নাগরপুরে শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, শনিবার, ২ জুন ২০১৮ | ৪৭৭

নাগরপুরে বাংলাদেশ শিক্ষক কল্যান সমিতি নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি আহসানুল হক মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেন।

সমিতরি সাধারন সম্পাদক হারুন অর রশিদ হারুনের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আসমা শাহীন, প্রাথমিক শিক্ষা অফিসার যতীন্দ্র মোহন মন্ডল, ইউআরসি ইন্সট্রাকটর হারুন অর রশিদ, বেগম মমতাজ খন্দকার, মো: কামরুজ্জামান মনি প্রমূখ।

ইফতার ও দোয়া মাহফিলে ১জানুয়ারী ২০১৭ হতে ৩০ মে ২০১৮ পর্যন্ত অবসরপ্রাপ্ত ২১ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা দেয়া হয়।