ক্লাব"আবর্তন ৯৯" এর নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫২ পিএম, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭ | ১২০৫

শুক্রবার বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, টাংগাইল এর ৯৯'ব্যাচের প্রানের সংগঠন ক্লাব "আবর্তন'৯৯" এর কার্যালয়ে আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে ০২(দুই) বছর মেয়াদী আংশিক কমিটি নির্বাচিত হয়।

এতে সদস্যবৃন্দের বিপুল উপস্থিতি ও সর্বসম্মতিক্রমে সভাপতি পদে নির্বাচিত হন ডাঃ মোঃ শফিকুল ইসলাম সজীব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন রায়হান ইমন।

এছাড়া কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন পনির বাবু। উক্ত সভায় সভাপতিত্ব এবং নির্বাচন পরিচালনা করেছেন খঃ রফিক আব্দুল­াহ রাফেল এবং সঞ্চালক ছিলেন প্রণয় দাস শোভন।

এই সভা পরিচালনা ও কমিটি গঠনের সার্বিক তত্বাবধায়ক ছিলেন ক্লাবের আহবায়ক ডাঃ সামিউর রশীদ রিফাত। ক্লাব "আবর্তন '৯৯" তার সামাজিক এবং মানবহিতৈষী কর্মকাণ্ডে নব উদ্দোমে এগিয়ে যাবে। অসহায় ও নিপীড়িত মানুষের পাশে এবং সামাজিক দায়বদ্ধতায় ক্লাব "আবর্তন' ৯৯" এর জয়যাত্রা অব্যাহত থাকবে।