মির্জাপুরে যুবলীগ ও ছাত্রলীগের পৃথক বর্ধিতসভা


টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল দশটায় মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা ছাত্রলীগের এক বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে।
বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর আসিফ অনিক।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সৈয়দ ওয়াহিদ ইকবাল,টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহবায়ক মুস্তাফিজুর রহমান সোহেল,যুগ্ম আহবায়ক রনি আহমেদ, রাশেদুল হাসান জনি, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, কৃষকলীগ নেতা আবু সাইদ শিকদার, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সেলিম শিকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সদস্য রিফাত হোসেন বানাইল ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক রবিন মিয়া প্রমুখ।
বর্ধিত সভায় ছাত্রলীগের প্রতিটি ইউনিটকে শক্তিশালী এবং ইউনিয়ন সম্মেলন কিভাবে করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়।
এদিকে মির্জাপুর উপজেলা যুবলীগের বর্ধিত সভা বিকেল তিনটায় মির্জাপুর ক্লাব মিলনাতনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন।
সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আজাহরুল ইসলাম, আবিদ হোসেন শান্ত,পৌর যবলীগের সভাপতি ইয়াসনি মিয়া হিরা, সাধারণ সম্পাদক দেওয়ান আল মামুন প্রমুখ।
ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দ পৌর যুবলীগ নেতৃবৃন্দদের ফুলের তুড়া দিয়ে বরন করে নেন।