শনিবার বাসাইলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

বাসাইল সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭ | ৪৬৬

আগামীকাল শনিবার টাঙ্গাইলের বাসাইলের বাসুলিয়া খ্যাত চাপড়াবিলে দুপুর ২.৩০মিনিটে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

এজন্য ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রয়াত সাংসদ কৃষিবীদ অধ্যাপক শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।

উক্ত সংগঠনের সভাপতি এ.কে আজাদ খানশূরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক এমপি ।

উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোঃ কামরুল হাসান খান । সার্বিক তত্ত¡াবধানে থাকবেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় ।

শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৪ সালে ১ম নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এরপর প্রতি বছর সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ প্রতিযোগিতা।