রোহিঙ্গা হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে নাগরপুরে মানব বন্ধন

নাগরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪২ পিএম, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭ | ৫৬৮

মিয়ানমারে রোহিঙ্গা হত্যা ও অমানবিক নির্যাতন বন্ধ, বাংলাদেশে আসা রোহিঙ্গাদের স্বসম্মানে ফিরিয়ে নেয়া এবং তাদের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টির দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে ইসলামিক আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বাদ-জুম্মা নাগরপুর সরকারী কলেজ সংলগ্ন টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে এ মানব বন্ধনের আয়োজন করা হয়।

মানব বন্ধনে বক্তব্য রাখেন, সদর বাজার জামে মসজিদের খতিব মাওলানা মো. রফিকুল ইসলাম, ঘিওরকোল মাদ্রাসার মুহতামিম আলহাজ মাওলানা মো. রফিকুল ইসলাম আমিনী, মুফতি মাওলানা মো. আনোয়ার হুসাইন, কলেজ মসজিদের খতিব হযরত মাওলানা মো. আব্দুল ওহাব, ইসলামিক আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ মো. কবীর হুছাইন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গা জনগষ্ঠির উপর নির্মম হত্যা ও নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে। তাদের স্বদেশে স্বসম্মানে ফিরিয়ে নিয়ে নাগরিকত্ব প্রদানসহ রাষ্ট্রিয় সকল সুযোগ-সুবিধা দেয়ার আহবান জানান।

পালিয়ে আসা রোহিঙ্গাদের এদেশে আশ্রয় দেয়ার জন্য বক্তারা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। মানব বন্ধনে উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতা অংশ গ্রহন করেন।