কালিহাতীতে ট্রাক ও কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১: আহত ৩


টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাভার্ড ভ্যানটির চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। আহতদের টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ৭টার দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল এলকায় ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বঙ্গবঙ্গ সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান জানান, ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাককে পিছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়।
এ সময় সংঘর্ষে ঘটনাস্থলে কাভার্ড ভ্যানটির চালক মারা যায়।
আহত অবস্থায় ভ্যানটির হেলপারসহ ৩ জনকে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মৃতদেহ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রয়েছে।