রমজান উপলক্ষে মির্জাপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৪ পিএম, শুক্রবার, ১৮ মে ২০১৮ | ৮৪৭

রমজানে বাজার স্থিতিশীল, ভেজালমুক্ত খাবার নিশ্চিত এবং বাজার যানজটমুক্ত রাখতে মির্জাপুরে ভ্রাম্যামান আদালত অভিযান পরিচালনা করেছে। বেলা ৪টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভুমি ) মো. আজগর হোসেন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড, বাজার রোড, কলেজ রোড, কালিবাড়ি রোড, বংশাই রোড এবং থানা রোডের বিভিন্ন হোটেল, মোদি দোকান, ফলের দোকান, কাচা বাজারে শাক সবজির দোকান, মাংশের দোকানে অভিযান চালায়। ভ্রাম্যমান আদালতের বিচারক প্রত্যেক দোকনে ২৪ ঘন্টার মধ্যে মুল্য তালিকা টাঙানোর নির্দেশ দেন।

এসময় আইন অমান্যের অভিযোগে তিনটি হোটেল, একটি মোদি দোকান এবং দুটি ফলের দোকানের মালিককে ১৭ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মির্জাপুর থানার উপ পরিদর্শক মনিরুজ্জামান মুন্সির নেতৃত্বে পুলিশের একটি দল সঙ্গে থেকে সহযোগীতা করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভুমি ) মো. আজগর হোসেন বলেন রমজান মাসে সকল প্রকার বাজার স্থিতিশীল রাখা, ভেজালমুক্ত খাবার নিশ্চিত করা এবং জনসাধারনের নির্বিগ্নে চলা নিশ্চিতকরতে এই অভিযান করা হয়েছে। পুরো রমজান মাস জুড়েই এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।