টাঙ্গাইলে বিএনপি বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপি একাংশের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সোমবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বিভিন্ন এলাকা থেকে নেতা কর্মিরা এসে সমবেত হয়। পরে মিছিলটি বের হয়ে কিছু দুর গেলে পুলিশির বাধার মুখে পরে নেতা কর্মিরা ।
পুলিশি বাধায় পরে প্রেসক্লাবের সামনে পথসভার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির বহিস্কৃত সহ-সভাপতি এ্যাডভোকেট আলী ইমাম তপন, হাসানুজ্জামিল শাহীন, সাবেক বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, জেলা যুবদলের সভাপতি খন্দকার আহম্মেদুল হক সাতিল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, ঢাকা কেন্দ্রীয় কমিটির সাবেক ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক তরিকুল ইসলাম ঝলক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আনিস চৌধুরী, টাঙ্গাইল শহর বিএপির যুগ্ম সাধারন সম্পাদক আলতাফ হোসেন আলাল, আনোয়ার হোসেন, যুবনেতা মনির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃ বৃন্দ।