তরুণ সমাজকে উচ্চ শিক্ষায় শিক্ষত ও দেশপ্রেমে জাগ্রত হতে হবে:কৃষিমন্ত্রী

হাফিজুর রহমান.মধুপুর
প্রকাশিত: ০৬:১০ পিএম, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০ | ৫৮৪

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আজকের তরুণ সমাজই উন্নত সমৃদ্ধ আধুনিকয়ান বাংলাদেশে পরিচালনা করবে। তাই তরুণ সমাজকে দেশ প্রেমে জাগ্রত হতে হবে।

জাতির পিতা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের স্বাধীণ দেশ দিয়ে গেছেন। আমাদের লক্ষ্য এই বাংলাদেশকে আমরা একটি উন্নত-সমৃদ্ধ দেশ হিসাবে গতে তুলবো।

মন্ত্রী আরো বলেন, ২০২১ সালে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করবো। এই সময়ে মধ্যে বাংলাদেশ হবে দারিদ্রমুক্ত দেশ। দেশে দারিদ্রের হার কমানো হচ্ছে। প্রতিটি ছেলে-মেয়ে লেখাপড়া শিখবে। দেশের মানুষ খাদ্য নিরাপত্তা পাবে। পুষ্টি পাবে, পুরো দেশ ডিজিটাল হবে। প্রতিটি গ্রামই হবে আমাদের শহর। দেশ এখন উন্নয়নশীল সেই সাথে মানুষের জীবন-যাত্রার মান উন্নয়ন হয়েছে।

মন্ত্রী শুক্রবার বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজ মাঠে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন "তরুনের হাট" এর আয়োজনে তারুণ্যের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরো বলেন, জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের কোন বিকল্প নেই। এজন্যই বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সাংস্কৃতিক কর্মকান্ডের উপরও গুরুত্ব দিচ্ছে। আজকের তরুণ সমাজই উন্নত সমৃদ্ধ আধুনিকয়ান বাংলাদেশে পরিচালনা করবে। তাই তরুণ সমাজকে দেশ প্রেমে জাগ্রত হতে হবে। প্রতিটি গ্রামই হবে আমাদের শহর। দেশ এখন উন্নয়নশীল সেই সাথে মানুষের জীবন-যাত্রার মান উন্নয়ন হয়েছে।

সেচ্ছাসেবী সংগঠন তরুণের হাটের উপদেষ্টা রাসেল আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চলচিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ, চলচিত্র অভিনেত্রী আরিফা পারভীন জামান মৌসুমী, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, বরির ভাইস প্রেসিডেন্ট দেওয়ান নাজমুল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, গুণীজন , বয়স্ক ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

এর আগে দুপুর ২ টায় মন্ত্রী ধনবাড়ীতে ইউসিবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন।