কালিহাতীতে আধাকেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৪ পিএম, বুধবার, ৯ মে ২০১৮ | ৭৭৫

টাঙ্গাইলের কালিহাতীতে আধাকেজি গাঁজাসহ শামীম (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।

৮ মে মঙ্গলবার গভীর রাতে উপজেলার দক্ষিণ চামুরিয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে আসামীর নিজ ঘরের ভিতর গাঁজা বিক্রি করার সময় হাতেনাতে গ্রেফতার করেছেন। আসামী শামীম উপজেলার দক্ষিণ চামুরিয়া এলাকার কোরবান আলীর ছেলে।

এ বিষয়ে এস আই মেহেদী হাসান জানান, আমি সংবাদ পেয়ে অভিযান চালিয়ে গাঁজাসহ আসামীকে হাতেনাতে ধরতে সক্ষম হই। শামীম দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত।

এ ব্যাপারে কালিহাতী থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে আসামীকে টাঙ্গাইল জেল হাযতে প্রেরণ করা হয়েছে।