সখীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৭ পিএম, মঙ্গলবার, ৮ মে ২০১৮ | ৪২০

টাঙ্গাইলের সখীপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পিইডিপি-৩ এর আওতায় এ ল্যাপটপ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় প্রধান অতিথি হিসেবে উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এ ল্যাপটপ তুলে দেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাসের সভাপতিত্বে এ সময় সখীপুর পিএম পাইলট বালক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, ইন্সট্রাক্টর আবদুস সুবহান, সহকারী শিক্ষা কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ উপস্থিত ছিলেন।