মাদক নির্মূলে সামাজিক গনসচেতনা গড়ে তুলতে হবে- ছানোয়ার হোসেন এমপি


টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর - ৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেছেন শুধু পুলিশ এর দ্বারা মাদক নিয়ন্ত্রন করা যাবে না সেই সাথে আমাদের সামাজিক গনসচেতনা গড়ে তুলতে হবে।
১০ বছর আগে থেকে চিন্তা করলে আমাদের মাঝে যে সামাজিক দায়বদ্বতা ছিল তা আজ অনেক কমে গিয়েছে। ফলে সামাজিক অবক্ষয় দিনে দিনে বাড়ছে। মাদককে ঘিরে অনেক অপরাধ সংগঠিত হচ্ছে ।
ইতিমধ্যেই বাংলাদেশকে মাদকে জিরো টলারেন্স হিসাবে ঘোষনা করা হয়েছে এর ফলে মাদক কিন্তু অনেক নিয়ন্ত্রন করা সম্ভব হচ্ছে। এবং টাঙ্গাইল সদর উপজেলায় কিন্তু মাদক নিয়ন্ত্রনে পুলিশ বাহিনী সাফল্য আমরা দেখতে পেয়েছি।
তিনি আরোও বলেন জঙ্গীবাদের উৎথান এবং জঙ্গীবাদকে নিয়ন্ত্রন করতে এ সরকারে সময়ে ভিতরে কিন্তু দেখেছি। আমরা জঙ্গীবাদকে না বলা শিখেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই শাসন আমলেই। আজ যে ভাবে বাংলাদেশেকে জঙ্গীবাদ রাষ্ট্রে পরিনত করতে যে পরিকল্পনা করা হয়ে ছিল তা কিন্তু আজ নৎসাত হয়েছে ।
আজ সোমবার ৩০ এপ্রিল দুপুরে টাঙ্গাইল সদর থানার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মাদক ও জঙ্গী বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রেজাউর রহমানের সভাপতিত্বে আরোও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম, এডভোকেট খোরশেদ আলম চেয়ারম্যান উপজেলা পরিষদ টাঙ্গাইল, জামিলুর রহমান মিরন মেয়র টাঙ্গাইল পৌরসভা,জিন্নাত জাহান উপজেলা নিবার্হী অফিসার টাঙ্গাইল সদর, ,তানভির হাসান ছোট মনি,এডভোকেট জাফর আহমেদ সভাপতি টাঙ্গাইল প্রেস ক্লাব সহ সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড জহিরুল হক ডিপটি।
অনুষ্ঠাটি সঞ্চালনা করেন নাজমুল হুদা নবীন ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, পৌর কাউন্সিলর, সংবাদকর্মী, সামাজিক সংগঠন, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।