আজগানা ইউপির উন্মুক্ত বাজেট ঘোষনা


টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। সোমবার বেলা বারটায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই বাজেট ঘোষনা করা হয়।
বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ২২ লাখ ৯শ ৮৬ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৫ লাখ ৯শ ৮৬ টাকা এবং উদ্বৃত্ত ধরা হয়েছে ৭ লাখ ৮০ হাজার টাকা।
উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে আজগানা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম শিকদারের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আজাহারুল ইসলাম প্রমুখ।
বাজেট ঘোষনা অনুষ্ঠানে ইউনিয়স পরিষদের সকল সদস্য, সংরক্ষিত আসনের মহিলা সদস্য এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।