বাগাতিপাড়ায় ব্যাটারী চালিত অটো উদ্ধার


জেলার বাগাতিপাড়ার নূরপুর মালঞ্চি মাঠ থেকে একটি উদ্ধার করেছে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। ব্যাটারী চালিত অটো উদ্ধার হলেও মালিকের কোন খোজ মেলেনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে বাগাতিপাড়া উপজেলার নূলপুর মালঞ্চি মাঠের একটি বাগানে অটো থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ ঘটনা স্থল থেকে ব্যাটারী চালিত অটো উদ্ধার করে থানা হেফাজতে নেয়। তবে অটো উদ্ধার হলেও তাকে কোন ব্যাটারী ও মটর ছিল না বলে জানা যায়।
বিষয়টি নিয়ে বাগাতিপাড়া মডেল থানার এসআই রাকিব জানান, ‘খবর পেয়ে ঘটনা স্থল থেকে ব্যাটারী ও মটর বিহীন একটি অটো উদ্ধার করা হয়।’ রিপোর্ট লিখা পর্যন্ত অটোর মালিক বা কারো কোন অটো খোয়া গেছে কী না, এমন কোন সন্ধান মেলেনি।
উল্লেখ্য ইতিপূর্বে অটোভ্যান সহ চালক নিখোজ হওয়ার পরের দিন বড়াল নদী ও মুসাখাঁ নদীর অদুরে অপর অটোভ্যান চালক মোয়াজ্জেম হোসেন এবং সোহাগের লাশ উদ্ধার করা হয়েছিল। তাতে করে অটোভ্যান ছিনতাই বা উদ্ধারের কথা শুনলেই এলাকার মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।