কালিহাতীতে বেহাল সড়ক!! দূর্ভোগে পৌরবাসী


টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার প্রধান সড়কের অবস্থাই বেহাল। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই ছোট-খাটো খালে পরিনত হয় সড়কগুলো।
ফলে সড়ক দিয়ে চলাচলরত যানবাহন ও সাধারন যাত্রীরাসহ পৌরবাসী চরম দূর্ভোগ পোহাচ্ছেন। একই সঙ্গে সড়কগুলোর বেহাল অবস্থা থাকায় সেখানকার ব্যবসায়ীরাও রয়েছে বিপাকে। জানাগেছে, প্রায় ৫ বছরের সময় ধরে পৌরসভার ব্যস্ততম কালিহাতী হাসপাতাল রোড নামে পরিচিত শহীদ শফি সিদ্দিকী তোরণ হয়ে উপজেলা পরিষদ পর্যন্ত সড়কটির অবস্থা একবারেই বেহাল।
এছাড়াও উপজেলা আওয়ামীলীগ কার্য্যালয় সম্মূখ হতে কেন্দ্রীয় জামে মসজিদ হয়ে উপজেলা পোস্ট অফিস পর্যন্ত এবং কলেজ মোড় হতে দৈনিক কাঁচাবাজার পর্যন্ত, কুষ্টিয়া হতে ভূইয়া কামার্থী পর্যন্ত ও কালিহাতী বন বিভাগ হতে সিলিমপুর মধ্য পাড়া জামে মসজিদ পর্যন্ত রাস্তাগুলোতে খানা খন্দে ভরা।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সড়কগুলোর এই অবস্থা থাকলেও পৌর কর্তৃপক্ষের কোন পদক্ষেপ লক্ষ করা যাচ্ছে না। মাঝে মধ্যে নাম মাত্র টুকরো ইট দিয়ে সড়কের সংস্কার করা হলেও সপ্তাহ ক্ষানেক যেতে না যেতেই আবার আগের অবস্থার ফিরে আসে। পৌর কর্তৃপক্ষ ডাবলহারে ট্যাক্স বাড়ালেও পৌরবাসীর সুবিধার জন্য কিছুই করা হচ্ছে না।
সাইদুর নামের এক রিক্সা চালক জানান, প্রতিদিন যে কয় টেহা কামাই করি এই ভাঙ্গা চোরা রাস্তার কারণে হেই কয় টেহা রিক্সা ঠিক করতেই জায়গা। এদিকে কালিহাতী হাসপাতাল রোড নামে পরিচিত শহীদ শফি সিদ্দিকী তোরণ হয়ে উপজেলা পরিষদ পর্যন্ত সড়ক দিয়ে উপজেলা পরিষদ-উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী,কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়,কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রাহীতা, বিভিন্ন কিন্ডার গার্টেনের কোমলমতি শিশু শিক্ষার্থীসহ কালিহাতীর সর্বস্তরের সাধারন মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করে।
এছাড়াও এছাড়াও উপজেলা আওয়ামীলীগ কার্য্যালয় সম্মূখ হতে কেন্দ্রীয় জামে মসজিদ হয়ে উপজেলা পোস্ট অফিস পর্যন্ত এবং কলেজ মোড় হতে দৈনিক কাঁচাবাজার পর্যন্ত সড়ক দিয়ে কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়,কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কালিহাতী কলেজের সহস্রাধিক শিক্ষার্থী, কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় করতে আসা শতাধিক মুসুল্লিসহ দৈনিক নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে কাঁদা-পানি ও খানা খন্দের কারণে প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হতে হয়। এ অবস্থা থাকার কারণে এ সড়ক গুলোতে প্রায় প্রতিদিনই ছোট-বড় দূর্ঘটনা ঘটে থাকে।
এ বিষয়ে কালিহাতী পৌরসভার মেয়র আলী আকবর বলেন, রাস্তাগুলোর টেন্ডার প্রক্রিয়ার কার্যক্রম শেষ হয়েছে অল্প কয়েক দিনের মধ্যেই সংস্কার কাজ শুরু হবে।