টাঙ্গাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন টাঙ্গাইল জেলা প্রশাসন ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন।
বৃহস্পতিবার প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির সূর্যসন্তানদের স্মরণ করেন জেলা প্রশাসন ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন ।
শহীদ বেদীতে রাত ১২টা ১ মিনিটে প্রথমে জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম এবং পরে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাসাইল সখিপুর ৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম,গোপালপুর ভুয়াপুর ২ আসনের সংসদ সদস্য তানভির হাসান ছোট মনি,টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি,সহ সকল রাজনৈতিক দল, জেলা মুক্তিযোদ্বা কমান্ড,পৌরসভা,জেলা বিভিন্ন বেসরকারী অফিস,শিক্ষা প্রতিষ্টান,টাঙ্গাইল প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনসহ সর্ব ত্মরের জনতা প্রভাতফেরী সহকারে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।