কালিহাতীর সুজন রাজা মিডিয়ার সম্ভাবনাময় এক নতুন মুখ


টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা এলাকার মতিয়ার রহমানের ছেলে সুজন রাজা মিডিয়া জগতে সম্ভাবনাময় এক নতুন মুখ। এই নতুন তারকা নিজের দক্ষতা, শ্রম আর মেধা দিয়ে জায়গা করে নিতে চান শোবিজ অঙ্গনে। মডেল, নাচ ও অভিনয়ের মাধ্যমে নিজেকে আরও নতুনভাবে উপস্থাপনা করতে চান। এ পর্যন্ত তিনি টেলিভিশন পর্দায় অনেক অভিনয় করেছেন।
সুমন মাহমুদের নাটক ঢাকার চেয়ারম্যান, সাদেক সিদ্দীকির পরীবানুসহ মেগা ধারাবাহিক নাটক সবাই তো সুখি হতে চায়, হাবিব মাসুদের খেলাঘর, কে এম নাইম এর চক্র, মালেক খান এর ব্যাপারী ও সচেতন শামসুল নাটকগুলোতে অভিনয় করেছেন। তাছাড়া জি এম সৈকতের জনপ্রিয় ধারাবাহিক ডিবি ও লেডী গোয়েন্দা নাটকে অভিনয় করে যাচ্ছেন। বেশকিছু মিউজিক ভিডিও’র কাজ হাতে নিয়েছেন।
কালিহাতীর গর্ব সুজন রাজার ছোটবেলা থেকেই মডেলিং, নাচ গানের প্রতি আগ্রহ ছিল। তিনি উপজেলার বিভিন্ন কলেজ স্কুল প্রতিষ্ঠানে ও সামাজিক অনুষ্ঠানগুলোতে অংশ নিতেন। তার দক্ষতা দেখে এলাকার মানুষ বলতো এই ছেলে একদিন অনেক বড় অভিনেতা। সবার দোয়া মাথায় নিয়ে শুরু হয় সুজন রাজার পথচলা।
সুজন রাজার জানান, জি এম সৈকতের পরিচালনায় ডিবি নাটকে আমার অভিনয় জগতের সেরা কাজ। আমি সবার কাছে দোয়া প্রত্যাশী। আমি যেন কালিহাতীর নাম রাখতে পারি। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র , টেলিভিশন সংগীত ও মঞ্চের কলাকুশুলীদের সংগঠন শিল্পী ঐক্যজোটের মাধ্যমে সারাজীবন মানবতার কল্যানে কাজ করে যেতে চাই। বর্তমানে এই তারকা শিল্পী ঐক্যজোটের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।