শিশুদের ভবিষ্যত গঠনে মায়েদের ভুমিকা অপরিসীম


সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি বলেছেন শিশুরা জাতীর ভবিষ্যত। আর সেই ভবিষ্যত গঠনে মায়েদের ভুমিকা অপরিসীম।
তিনি সোমবার দুপুরে পৌর এলাকার সরিষাদাইর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক মা সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি লাভলুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার খলিলুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন মোল্লা, ভাওড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, ৭ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর আজম খান, প্রধান শিক্ষিকা মুক্তি সাহা, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল মামুন খান, নির্বাচিত সেরা মা শাহানাজ সুলতানা প্রমুখ।
এমপি একাব্বর হোসেন বলেন শিক্ষাই জাতীর মেরুদন্ড। এই শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। মধ্যম ও উন্নত রাষ্ট্রে উত্তরনের জন্য শিক্ষার উপর জোর দিতে হবে।
তিনি আরো বলেন শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশে ব্যাপক উন্নয়ন কাজ করেছে। এই উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে এর প্রসারে সরকার নানা মুখী পদক্ষেপ নিয়েছে।সরকারের এই উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে তিনি মায়েদের সমর্থন কামনা করেন।
পরে এমপি একাব্বর হোসেন বার্ষিক পরীক্ষায় বিভিন্ন শ্রেণির কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।
মা সমাবেশে অন্তত পাঁচ শতাধিক মা উপস্থিত ছিলেন।