সেভিয়াকে ৫-০ গোলে হারিয়ে শিরোপা জয় বার্সার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০৩ পিএম, রোববার, ২২ এপ্রিল ২০১৮ | ৪৮৯

বার্সেলোনা শিবিরের জন্য চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের দুঃসহ যন্ত্রণায় প্রলেপ হয়ে এসেছে কোপা দেল রের ফাইনাল। সেভিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ৩০তম কোপা দেল রে শিরোপা জিতে চ্যাম্পিয়নস লিগের আক্ষেপ কিছুটা হলেও ভুলেছে আর্নেস্তো ভালভার্দে শিবির। জয়ের পাশাপাশি মেসি ও বার্সার রেকর্ড সেই আনন্দ বাড়িয়ে দিয়েছে বহুগুণে।

শনিবার রাতে ১৪ মিনিটে গোলের খাতা খোলেন সুয়ারেজ। কৌতিনহোর বাড়ানো বলে জাল খুঁজে নেন উরুগুয়ে তারকা। ৩১ মিনিটে জর্ডি আলবার সহযোগিতায় ব্যবধান দ্বিগুণ করেন মেসি।

ম্যাচের ৪০ মিনিটে মেসির ক্রসে নিজের দ্বিতীয় গোলটি করেন সুয়ারেজ। তাতে ৩-০ নিয়ে বিরতিতে যায় কাতালানরা।

মধ্যবিরতির পর ফিরে ৫২ মিনিটে স্কোরশিটে নাম তোলেন অধিনায়ক ইনিয়েস্তা। বলের যোগানদাতা মেসি। স্প্যানিশ এ মিডফিল্ডার বার্সা ছাড়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন চলতি মৌসুম শেষেই। তাতে দলটির দীর্ঘদিনের কাণ্ডারি হয়ত বার্সার হয়ে নিজের শেষ ফাইনালটি খেলে ফেললেন।

বার্সার বড় জয়ে পরের গোলটি কৌতিনহোর। ৬৯ মিনিটে স্পটকিকে আরেকদফা ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান তারকা। প্রতিপক্ষের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজানোর আগে জালে জড়িয়েছিলেন কৌতিনহো। পরে তাকেই স্পটকিকের সুযোগ দেন মেসিরা।

এ ছাড়া দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচটি কোপার ফাইনালে গোল করার কৃতিত্ব দেখালেন মেসি। ২০০৯, ২০১২, ২০১৫, ২০১৭ ও ২০১৮ সালের ফাইনালে গোল করেন মেসি। মেসির আগে কেবল তেলমো জারা পাঁচটি ফাইনালে গোল করেছিলেন।

ক্লাব এবং জাতীয় দলের হয়ে ২৭টি ফাইনাল খেলে ২৮টি গোল করার কৃতিত্ব গড়েন মেসি। পাশাপাশি তিনি অন্যদের দিয়ে ১২টি গোলও করান।