‘নির্মাণ শ্রমিক’ ডেভিড ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২৯ এএম, রোববার, ২২ এপ্রিল ২০১৮ | ৪১৯

এই তো কয়দিন আগেও রাজার মতো জীবন ছিল তার। টাকা-তারকাখ্যাতি কোনটা ছিল না? কথা ছিল দক্ষিণ আফ্রিকা সফর শেষেই ভারতের উদ্দেশ্যে উড়াল দেবেন। কিন্তু ওই সফরেই বল টেম্পারিং কেলেঙ্কারি করে এক বছর নিষিদ্ধ হয়েছেন। সেই সঙ্গে খেলা হয়নি আইপিএলে। গচ্চা গেছে ১২ কোটি রুপি। স্পনসররাও মুখ ফিরিয়ে নিয়েছে। এমন অবস্থায় মজুরের বেশে দেখা দিলেন সাবেক অজি সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

না, ওয়ার্নার টাকার অভাবে নির্মাণশ্রমিকের কাজ করছেন না। আসলে তার সময় কাটছে না। আইপিএলের চলতি একাদশ আসরে সাকিবদের দল সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দিয়ে আরেকটি ট্রফি জেতানোর টার্গেট ছিল তার। কিন্তু এ বছর অন্তত সেটা হচ্ছে না। তাই নিজেকে ব্যস্ত রাখতে অন্য উপায় খুঁজে নিয়েছেন ওয়ার্নার। হয়েছেন শখের নির্মাণশ্রমিক! যে কারণে ব্যাটের বদলে তার হাতে শোভা পাচ্ছে ড্রিল মেশিন আর হেলমেটের বদলে শ্রমিকদের হ্যাট।

ওয়ার্নার স্ত্রী ক্যানডিস ওয়ার্নার সম্প্রতি এমন কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, যেখানে সাবেক অসি অপেনারকে নির্মাণ শ্রমিকের কাজ করতে যেখা যাচ্ছে। সিডনির মারোবরায় সমুদ্রের পাড় ঘেঁষে নিজের বাড়িতে এই কাজ করছিলেন তিনি। সঙ্গে তাঁর ছোট্ট দুই মেয়েকেও কাজ করতে দেখা যায়।

এই কিছুদিন আগে কেপটাউন টেস্টে বল টেম্পারিং-কাণ্ডে ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাই এর পর আইপিএল থেকেও নিষিদ্ধ হন তিনি। ওয়ার্নারের পরিবর্তে হায়দরাবাদের নেতৃত্বে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।

গত ২৪ মার্চ কেপটাউন টেস্টের তৃতীয় দিনে ফিল্ডিং করার সময় অসি ফিল্ডার ক্যামেরন ব্যানক্রফটকে একটি হলুদ বস্তু দিয়ে বল ঘষতে দেখা যায়। দিনের খেলা শেষে তিনি ও অসি অধিনায়ক স্টিভেন স্মিথ স্বীকার করে নিয়েছেন যে তাঁরা বল টেম্পারিংয়ের চেষ্টা করছিলেন।

বিষয়টি টিভি ক্যামেরায়ও ধরা পড়ে। সেখানে দেখা যায়, পকেট থেকে ব্যানক্রফট হলুদ একটি বস্তু বের করে তা দিয়ে বল ঘষছেন। পরে তিনি সে বস্তুটি ট্রাউজারের ভেতরে ঢুকিয়ে ফেলেন। এর সঙ্গে জড়িত থাকায় স্মিথ এবং ব্যানক্রফটও নিষিদ্ধ হন।