বাসাইলে ভলিবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত; ময়থা একাদশ চ্যাম্পিয়ন

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:২৫ পিএম, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮ | ৪৩৯

টাঙ্গাইলের বাসাইলে ঝনঝনীয়া দি ইয়ং মুসলিম ক্লাবের উদ্যোগে ভলিবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার ঝনঝনীয়া শহীদ রওশন আলী কলেজ মাঠে আয়োজিত ফাইনাল খেলায় ময়থা একাদশ বনাম নবীন ক্লাব গোসাই জোয়াইর একাদশ অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ময়থা একাদশ নির্ধারিত ৮০-৬৬ পয়েন্টে গোসাই জোয়াইর একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমীক লীগের সাবেক সভাপতি আব্দুস সালাম খান। উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মঞ্জুরুল হক খান রায়হান। গণপুর্ত অধিদপ্তরের তত্বাবধায়ক প্রকৌশলী মো. সেলিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাইস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছাত্তার জমাদার, পাইকড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মিন্টু, সাবেক পুলিশ কর্মকর্তা ওহাব খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীন তালুকদার, ফুলকি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিম তালুকদার, বাসাইল পৌর আওয়ামী লীগের যুগ্ম- আহবায়ক মোস্তফা খান রাজিব প্রমুখ।

উৎসবমূখর পরিবেশে খেলাটি উপভোগ করে হাজারো দর্শক।