৪র্থ শ্রেণী পদবি ঘোষনা দেওয়ায়

টাঙ্গাইলে পরিবার কল্যাণ সহকারী সমিতির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৩ এএম, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯ | ৫০১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রেণী প্রথা উঠিয়ে দেয়া সত্ত্বেও পরিবার পরিকল্পনা অধিদপ্তর সাড়ে ২৩ হাজার পরিবার কল্যাণ সহকারীকে ৪র্থ শ্রেণী চিন্থিত করে পত্র জারি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি টাঙ্গাইল সদর উপজেলা শাখা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা শাখার সভাপতি খালেদা পারভীন, সহ-সভাপতি ইতি রানী বসু, সাধারণ সম্পাদক সাজেদা খাতুন, কোষাধ্যক্ষ ফরিদা আকতার, জেলা শাখার সদস্য সেলিনা সুলতানা, ছাবিনা সুলতানা, উপজেলা সভাপতি নাজমা আকতার, সেক্রেটারী ফাতেমা আকতার, কোষাধ্যক্ষ নুসরাত জাহান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, গত ৪ সেপ্টেম্বর পরিবার পরিকল্পনা অধিদপ্তর ৫৯.১১.০০০০.১১০.০০১.২০১৮-২৩৭৪ নং স্মারকের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচীর মূল চালিকা শক্তি সাড়ে ২৩ হাজার পরিবার পরিকল্পনা সহকারীকে ৪র্থ শ্রেণীর কর্মী চিন্থিত করে পত্র জারি করা, যা দুঃখজনক। এই পত্রের মাধ্যমে আমাদের চরম অবমাননা করা হয়েছে। আমরা অবিলম্বের এই আদেশ প্রত্যাহারের অনুরোধ করছি।