বগুড়ায় ‌গোপণাঙ্গ কে‌টে প্রধান শিক্ষক‌কে হত্যা ; অাটক দুই

খা‌লিদ হাসান,বগুড়া প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ০২:১৫ পিএম, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮ | ৩৭৮
বগুড়ার আদমদীঘি উপজেলার ডুমু‌রিয়া সরকারী প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষককে গোপনাঙ্গ কে‌টে হত্যা ক‌রে‌ছে দূর্বৃত্তরা।পরকীয়ার জেরে হত্যাকান্ডটি সংঘ‌টিত হ‌য়ে‌ছে বলে ধারণা করছে পুলিশ।এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
 
জানা যায়, শুক্রবার (১৯ এ‌প্রিল)রাতে বাড়ির পাশে পুকুরে যাওয়ার কথা বলে  বাড়ি থেকে বেরিয়ে যান রশিদ। ‌কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি তিনি। শুক্রবার(২০ এ‌প্রিল) ভোরে বাড়ি থেকে ১০০ গজ দূরে তার বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। প‌রে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
 
আদমদীঘি থানার ওসি আবু সাঈদ মো.ওয়াহেদুজ্জামান জানান, শুক্রবার ভোরে উপজেলার ডুমুরিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আব্দুর রশিদের (৫৩) বাড়ি ওই গ্রামেই।তিনি ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
 
ওসি অারও ব‌লেন,নিহতের গোপনাঙ্গ ও মুখে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে কুপিয়ে ও শ্বাসরোধে করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 
এ ঘটনায় ডুমুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী আফরোজা বেগমকে আটক করা হয়েছে। আফরোজার সঙ্গে রশিদের ‘পরকিয়ার’ সম্পর্ক ছিল। এনিয়ে গ্রাম্য শালিশে রশিদের কাছ থেকে এক লাখ টাকা জরিমানাও আদায় করা হয়েছিল। এর জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হ‌চ্ছে।