এডির ওপর হামলার ঘটনার অন্যতম অাসামী গ্রেফতার


বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের এডি শাহজাহান কবিরের ওপর হামলার অন্যতম আসামি নূর আরাফাত শুভকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে অালম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে গোয়েন্দা পুলিশের কাছে খবর আসে শহরের ছিলিমপুর পাওয়ার গ্রিড এলাকায় এডি হামলার আসামি নূর আরাফাত শুভসহ কয়েকজন সন্ত্রাসী এলাকায় গোপন বৈঠক করছে। তাৎক্ষণিক সেখানে অভিযান চালানো হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শুভ পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে শুভ পায়ে গুলিবিদ্ধ হয়ে পড়ে গেলে অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় রমজান নামে পুলিশের এক কনস্টেবল আহত হন।
পরে আসামি শুভকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। আর আহত কনস্টেবল রমজানকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত অাসামী শুভ বগুড়া সোনাতলা উপজেলার পাকুল্যা গ্রামের এম এ হান্নানের ছেলে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক শাহজাহান কবিরকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের অফিস সহকারী শাজেনুর আলম বাদী হয়ে ওই দিন রাতে শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো চার থেকে পাঁচজনকে আসামি করা হয়।