৫ দিনে ২৫ কোটি আয় 'অক্টোবর' সিনেমার


সুজিত সিরকারের ছবি 'অক্টোবর'। ছবিতে আছেন বলিউডের শক্তিশালী অভিনেতা্ বরুণ ধাওয়ান আর নবাগতা বানিতা সাধু। গত শুক্রবারে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ওই অ্যাকশন-লাভ স্টোরিটি ইতিমধ্যে ২৫ কোটি রুপি আয় করেছে।
পাঁচ দিনে ২৫ কোটি- খুব একটা খারাপ নয় বলেই ধারণা করছেন ট্রেড অ্যানলিস্টরা। কেননা, এই ছবিটিকে পাল্লা দিতে হয়েছে বেশ কয়েকটি সুপার মুভির সাথে।
ছবিটির বক্স অফিস আয়ের প্রসঙ্গে ভারতখ্যাত ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, অক্টোবর খুব ভালো অবস্থায় আছে। স্থিতিশীল ব্যবসা করছে। ভারতের বাজার থেকে ইতিমধ্যেই ছবিটি ২৫ কোটি রুপি তুলে নিয়েছে।
তবে ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই এই ছবিটির প্রতিদ্বন্দ্বী হয়ে ভারতের বাজারে মুক্তি পাচ্ছে নানু কি জানু, বিয়ন্ড দি ক্লাউডস, হাই জ্যাক, দাস দেভ ছবিগুলো।
সূত্র : ডেকন ক্রনিকল