বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দেয়াল পত্রিকার উদ্বোধন

তনয় কুমার বিশ্বাস
প্রকাশিত: ১০:২৩ এএম, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮ | ১৫৭৮

লেখাপড়ায় ভাল ফলাফলের পাশাপাশি আগ্রহ থাকলে সহ-শিক্ষা কার্যক্রমেও সফলতা পাওয়া যায়। এই সফলতার প্রকৃষ্ট উদাহরণ টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। জানা যায়, বর্তমান প্রধান শিক্ষক মো. আল মামুন তালুকদার দায়িত্ব নেওয়ার পর এই বছর জানুয়ারী থেকে নিয়মিতভাবে প্রত্যেকটা শ্রেনি কক্ষ অনুযায়ী দেয়ালিকা প্রকাশ করা হচ্ছে।

সেই ধারাবাহিকতায় গতকাল সোমবার সকালে নবম শ্রেণির প্রভাতী শিফটের শিক্ষার্থীদের উদ্যোগে দেয়ালিকার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. আল মামুন তালুকদার। ‘রঙিন স্বপ্ন জাল’ এই শিরোনামে শিক্ষার্থাদের লেখা গল্প, কবিতা এবং অন্যান্য লেখা প্রকাশিত হয় দেয়ালিকাতে। এই দেয়ালিকার সম্পাদনায় ছিলেন নবম শ্রেণির ছাত্রী ছাবা রহমান চৈতী, ফাহমিদা আলম অমৃতা, তানজিনা আজাদ, তাসনোভা মেহনাজ আমীন রোদেলা, সাইফা ছারোয়ার জেমি, নশীন আবরেশী পিউ, মোহসিনা খান, রিফা সিদ্দিকী, ফারিহা তাসনিম রাকা এবং ফারজানা হুসাইন নিতু।

ডিজাইনের দায়িত্বে ছিলেন সেহবা আফরিন সারাহ্, সাবরিনা খানম বৃষ্টি, রুম্পা চক্রবর্তী, নাজিফা ইসলাম, লাইজুন নাহার নীতি এবং তাসনিয়া আহমেদ। রঙিন স্বপ্ন দেখবো, আইন মেনে চলবো, শিক্ষাই জাতির মেরুদন্ড, ধর্মের পথে চলবো, সততা, বিশ্বাস, সত্য কথা বলবো, শিক্ষাই জাতির মূল এবং একতা সুখের মূলে এই শিরোনামে বিভিন্ন লেখায় পূর্নতা পায় দেয়ালিকাটি। শিক্ষার্থীরা জানায়, লেখা পড়ার পাশাপাশি আমরা বিভিন্ন গল্প, কবিতা এবং রচনা এই দেয়ালিকায় প্রকাশ করতে পারি। আমাদের প্রতিষ্ঠানে আগে কখনোই নিয়মিতভাবে দেয়ালিকা প্রকাশ করা হয় নি।

এই বছরই নিয়মিতভাবে দেয়ালিকা প্রকাশে প্রধান শিক্ষক এবং প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীদের উৎসাহ এবং অনুপ্রেরনায় আমরা লেখালেখি করার সুযোগ পেয়েছি। নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে ভাবনা নিয়ে দেয়ালিকাতে নিজেদের হাতে লেখাগুলো প্রকাশ করতে পেরে আমরা খুবই আনন্দিত।

আশা করি আমাদের প্রতিষ্ঠানে নিয়মিতভাবে এই দেয়ালিকা প্রকাশ করা হবে। অভিভাবকরা জানায়, আমাদের মেয়েরা লেখা পড়ার পাশাপাশি দেয়ালিকাতেও তাদের প্রতিভাগুলো তুলে ধরতে পারছে। এই বিষয়ে আমাদের খুবই ভাল লাগছে। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং সকল শিক্ষকমন্ডলীর উৎসাহ এবং অনুপ্রেরণায় আমাদের মেয়েরা ফলাফলের পাশাপাশি নিয়মিতভাবে ভাল করছে। আমরা আশা করেবা এই দেয়ালিকা প্রকাশের বিষয়টি নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. আল মামুন তালুকদার বলেন, ‘লেখা পড়ার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমেও আমি এবং আমার প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী সকলে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করি। শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং সুপ্ত প্রতিভাগুলো বিকশিত করার জন্যই মূলত এই দেয়ালিকা পত্রিকা করার উদ্যোগ গ্রহন করি। দেয়ালে বোর্ড তৈরি করে শ্রেণি কক্ষ অনুযায়ী নিয়মিতভাবে এই দেয়ালিকা পত্রিকাটি প্রকাশ করা হয়।’