খালেদার মুক্তির দাবিতে

টাঙ্গাইলে বিএনপি’র স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৭:০৬ পিএম, রোববার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮ | ৪৮৫

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৫ বছর কারাদন্ড রায় দিয়ে জেলহাজতে প্রেরনের প্রতিবাদে ও সকল মামলা থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেছে টাঙ্গাইল জেলা বিএনপি ।

এ উপলক্ষে রোববার সকালে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ছাইদুল হক ছাদ, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, এমএ হামিদ, আতাউর রহমান জিন্নাহ, আবুল কাসেম, খন্দকার আনিছুর রহমান আনিছ, জিয়াউল হক শাহীন, সাংগঠনিক সম্পাদক প্রমুখ। সমাবেশ শেষে নেতাকর্মীরা জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি করে।

জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নেছার উদ্দিন জুয়েল। এ সময় জেলা বিএনপি’র অন্যন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে রোববার দুপুরে জেলা বিএনপি’র অপর একটি গ্রুপ খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেছে।
এ সময় বিএনপি’র সাবেক সহ-সভাপতি আলী ইমাম তপন, সাবেক যুগ্ম-সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, জেলা যুবদলের সভাপতি আহমেদুল হক শাতিল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।