দেলদুয়ারে মাদক বিরোধী র‌্যালি অনুষ্ঠিত

দেলদুয়ার সংবাদাতা
প্রকাশিত: ০৭:০১ পিএম, রোববার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮ | ৫৩২

‘মাদক ছাড়ো, কলম ধরো’ এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটিতে মাদক বিরোধী র‌্যালি করেছে ৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

১৮ ফেব্র“য়ারি রবিবার দুপুরে আরফান ডিগ্রি কলেজ থেকে র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় ওই কলেজে গিয়ে শেষ হয়। এসময় আরফান ডিগ্রি কলেজ, লাউহাটি এম আজাহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, লাউহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলিম মাদ্রাসার প্রায় ৪ হাজার শিক্ষার্থীসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আরফান ডিগ্রি কলেজের ভারপাপ্ত অধ্যক্ষ ফরিদ খান, এম আজাহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিন, আলিম মাদ্রাসার সহকারী সুপার রশিদ ভূঞা,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম খান পনির, ছাত্র লীগের সভাপতি মো.মাসুম মিঞা প্রমুখ।