নাগরপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ৩

নাগরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, রোববার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮ | ৪৮০

টাঙ্গাইলের নাগরপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১ ব্যাক্তির করুন মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিন জন। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে টাঙ্গাইল-আরিচা মহাসড়কের উপজেলার সহবতপুর ইউনিয়নের মাহেমের ব্রীজ সংলগ্ন অংশে।

নিহত ব্যাক্তির নাম মোঃ হাছান মিয়া (৬০)। সে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আবু ডাংগা গ্রামের মৃত ইখলাছ মিয়ার ছেলে। আহতরা হচ্ছেন, শাহআলম (৪০), শাহীন আক্তার (৬০), নজরুল (৪২)। আহতদের মধ্যে শাহ আলম ও শাহীন আক্তারকে জেলা সদর হাসপাতালে ও নজরুল ইসলামকে নাগরপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

ঘটনার পর থেকে ট্রাক ও সিএনজির ড্রাইভারদ্বয় পলাতক রয়েছে। মোঃ হাছান মিয়া সিরাজগঞ্জে বিআইডবিøউটিএ কর্মরত বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রোববার দুপুরে টাঙ্গাইল থেকে নিহত হাছান মিয়া ও আহতরা নাগরপুরের উদ্যেশে একটি সিএনজি (নং টাঙ্গাইল থ ১১-১৭৬৮) যোগে রওয়ানা দেয়। তারা টাঙ্গাইল-আরিচা মহাসড়কের উপজেলার সহবতপুর ইউনিয়নের মাহেমের ব্রীজ সংলগ্ন পৌছলে বিপরীত দিক থেকে আসা ড্রাম বোঝাই একটি ট্রাক (নং ঢাকা মেট্র্রো ঢ ১৩-২০৩১) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজির যাত্রী ৪ জন গুরুতর আহত হয়।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে দ্রুত তাদেরকে নাগরপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। এদের মধ্যে নজরুল ইসলাম ব্যাতিত বাকি তিন জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়। জেলা সদর হাসপাতালে নেয়ার পথিমধ্যে মোঃ হাছান মিয়ার মৃত্যু হয়। বাকি ওই দুইজনের অবস্থাও আশংকাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

এ নাগনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় পতিত ট্রাক ও সিএনজি আটক করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।