ক্যাডার দাবিতে মাভাবিপ্রবিতে মানববন্ধন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে স্বতন্ত্র বিসিএস টেক্সটাইল ক্যাডারের দাবিতে মানববন্ধন অনুুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১.০০ টায় বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের সামনে প্রত্যয় ৭১ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত দীর্ঘ এ মানববন্ধনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এসময় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ইকবাল মাহমুদ, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান, একেএম আয়াতুল্লাহ হোসনে আসিফ, প্রীতি সরকার, প্রভাষক মোঃ জায়েদুল হাসান ও মোঃ আজহারুল ইসলামসহ বিভাগের সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে টেক্সটাইল একটি টেকসহ খাত। দেশের মোট রপ্তানি আয়ের ৮৪ ভাগ আসে এই খাত থেকে এবং জিডিপিতে অবদান ১৩ %। এত নির্ভরযোগ্য সেক্টর হিসেবে কাজ করা সত্বেও টেক্সটাইল সেক্টরের জন্য বিসিএস ক্যাডার পদের সংস্থান আমাদের দেশের সরকারি চাকুরি ব্যবস্থায় নেই। এসময় বক্তারা, টেক্সটাইল খাতকে আরও বেশি শক্তিশালী করা এবং দেশের অর্থনৈতিক সূচক বৃদ্ধিতে বিভিন্ন মন্ত্রণালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বিসিএস ক্যাডার হিসেবে নিয়োগের দাবি জানান।