শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে প্রস্তুতিমূলক সভা


শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কেল অ্যাডজুট্যান্ড মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ। এসময় সদর উপজেলা পরিষদের চেয়াম্যান মো. শাহজাহান আনছারী, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলামসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বছর জেলায় ১ হাজার ২১৪টি মন্ডবে পূজা উদযাপন করা হবে। তার মধ্যে সদর উপজেলায় ২০৯ টি, ধনবাড়ী উপজেলায় ২৯ টি, মধুপুর উপজেলায় ৫২ টি, ভূঞাপুর উপজেলায় ৩৮ টি, গোপালপুর উপজেলায় ৫১ টি, ঘাটাইল উপজেলায় ৭৮ টি, কালিহাতী উপজেলায় ১৮০ টি, দেলদুয়ার উপজেলায় ১২৪ টি, নাগরপুর উপজেলায় ১২৫ টি, মির্জাপুর উপজেলায় ২৩৩ টি, বাসাইল উপজেলায় ৫১ টি, সখীপুর উপজেলায় ৪৪ টি পূজা মন্ডবে শারদীয় দূর্গা পূজার আয়োজন করা হবে।