মাভাবিপ্রবিতে বাংলা নববর্ষ ১৪২৫ উদযাপিত

মোহাইমিনুল কাইয়্যূম, মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫২ পিএম, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮ | ৪০৫

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার বাংলা নববর্ষ (১লা বৈশাখ-১৪২৫) উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে শোভাযাত্রা, বৈশাখী মেলা, শিক্ষক ও কর্মকর্তা এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে পিলো পাসিং, চাচা আপন প্রাণ বাঁচা, রশি টানাটানি, হাঁড়িভাঙ্গা, মোড়গলড়াই, কানামাছি ভোঁ ভোঁ, কাবাডি, রম্য বিতর্ক, নৃত্য ও সঙ্গীত পরিবেশন, নাটকসহ নানা ধরণের আয়োজন করা হয়।

সকাল ৯.৩০ টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাাউদ্দিন-এর নেতৃত্বে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে ২য় গেট ও সন্তোষ বাজার হয়ে ১ম গেট দিয়ে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, লাইফ সায়েন্স অনুষদের ডিন ও উদ্যাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. এ. এস. এম. সাইফুল্লাহ্, সায়েন্স অনুদের ডিন ড. পিনাকী দে, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো: ইকবাল মাহমুদ, রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধানগণ এবং অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন।

এ ছাড়া নববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী হলগুলোতে বিশেষ খাবারের ব্যবস্থা এবং বিকেলে মুক্তমঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।