নাগরপুরে দুই মাদক ব্যবসায়ীসহ ৭ জন গ্রেফতার


টাঙ্গাইলের নাগরপুর দুই মাদক ব্যবসায়ীসহ ৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, নাগরপুর (চৌধুরী বাড়ী)গ্রামের ইউসুফ মেকারের ছেলে মীর লিটন(৩৫),কাঠুরী গ্রামের রমজান আলীর ছেলে মো. মগরব হোসেন (৫০),বাবনাপাড়া গ্রামের মঙ্গল চন্দ্র সাহার ছেলে সুমন কুমার (২৮), কুমরাকান্দী গ্রামের মো.আ.রশিদ খানের ছেলে মো. মজনু খান(২২), ঘুনিপাড়া গ্রামের জানে আলমের ছেলে জহির আলম মিলন(২৯), কোলকুষ্ঠিয়া গ্রামের আছান আলীর ছেলে আফজাল হোসেন (৬০), একই গ্রামের মো. সায়েদ আলীর ছেলে আ. রহিম (৩০)। গ্রেফতারকৃতদের শনিবার সকালে কোটের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার উপ পরিদর্শক (এসআই) সজল খান সঙ্গীয় ফোর্স নিয়ে ওই দিন রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
অভিযানে গ্রেফতারকৃতদের নিজ নিজ বাড়ী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন মাদক ব্যবসায়ী আর বাকী সবাই ওয়ারেন্টেভূক্ত (গ্রেফতারী পরোয়ানা) আসামী।