হুগড়ায় মেয়েকে শশুরবাড়ি থেকে আনতে গিয়ে বাবাসহ আহত-৮

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭ | ৬১৩

 

টাঙ্গাইলে হুগড়া ইউনিয়নের উওর হুগড়া গ্রামে মেয়েকে শশুরবাড়ি আনতে গিয়ে বাবাসহ ৮ জন প্রতিপক্ষের কোপে আহতের ঘটনা ঘটেছে। এ বিষয়ে টাঙ্গাইল সদর থানায় একটা অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়,গত ৩ বছর পূর্বে চড় হুগড়ার এলাকার মোঃ বেল্লাল হোসেন (৬০) তার মেয়ে মোছাঃ তারাবানু আক্তার (২১)এন বিয়ে দেন উওর হুগড়া এলাকার মোঃ আব্দুল কাদের মোল্লার ছেলে মোঃ রহিম মিয়া (৩০) এর সাথে ।

বিয়ের এক বছর ঘুড়তেই তারাবানুর শশুরবাড়ি থেকে যৌতুকের জন্য চাপ দিচ্ছিল,এবং নির্যাতন করে আসছিল। তারাবানু উপায় না দেখে তার বাবাকে সব খুলে বলে।বিষয়টি মীমাংসা জন্য গ্রাম্য শালিস করা হয়। কিছুদিন পর আবার আবস্থা একি রকম হয়।

গতকাল ০৪ সেপ্টেম্বর বেলা ১১ টার বাবা বেল্লাল হোসেন তার কিছু আত্মীয়সহ মেয়ের শশুরালয় থেকে আনতে গেলে এসময় যৌতুকের টাকা নিয়ে কথা কাটাকাটি হয় উভয় পক্ষের সাথে এক পর্যায়ে মেয়ের বাবা সহ তার আত্মীয় স্বজনকে মারদর করেন। খবর পেয়ে বেল্লাল হোসেন এর ছেলে শাহাবুদ্দিন (২৩) ভাই কাজী হাশেম আলী (৫২) আমিরুল ইসলাম(৪০) মিজানুর রহমান (২০) জুবায়েল (১২) সজীব(২১) বাদশা (১৫) মারুপ(১৫) আবুল হোসেন (৫২) এদেরকে নিয়ে ঘটনা স্থল পৌছালে তারাবানুর শশুড়বাড়ির লোকজনরা সবার উপর অতর্কিত হামলা চালায় এবং লাঠি,চাপাতি,দা ইত্যাদি দিয়ে মেরে গুরতর আহত করেছে। আহতের শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে টাঙ্গাইল সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে টাঙ্গাইল সদর থানা পুলিশ।