বগুড়ায় ৮ ঘন্টায় ২ খুন

খ‌া‌লিদ হাসান, বগুড়া প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ০৩:২৬ পিএম, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮ | ৪২১
বগুড়ায় মাত্র ৮ ঘন্টার ব্যবধা‌নে পৃথক স্থা‌নে ২ টি খু‌নের ঘটনা ঘ‌টে‌ছে।সদরে এক অটো চালককে জবাই করে ও কাহালু উপজেলায় ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাইকে খুন করার ঘটনা ঘ‌টে‌ছে।
 
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, গত সোমবার(৯ এ‌প্রিল) রাত অানুমা‌নিক ১১ টারর‌দি‌কে শহরের মাটিডালি গড়ের উপর সাইদুর রহমান (৪০) নামের এক অটো চালককে কে বা কারা জবাই করে হত্যা করে।
 
মঙ্গলবার(১০ এ‌প্রিল) সকালে এলাকাবাসী লাশটি দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।এ‌দিকে মঙ্গলবার(১০ এ‌প্রিল) সকাল অানুমা‌নিক  ৭টার দি‌কে কাহালু উপজেলার তেলেজপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই আলতাফ উদ্দিন (৫৫) গুরুতর আহত হয়।
 
আহত আলতাফ উদ্দিন কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাতে মৃত ঘোষনা করে। লাশ দু’টি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে ব‌লে জানায় পু‌লিশ।