মাভাবিপ্রবিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবীতে বিক্ষোভ মিছিল

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, সোমবার, ৯ এপ্রিল ২০১৮ | ৪৫৩

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোটা পদ্ধতি সংস্কারের ৫ দফা দাবীতে মাথায় কালো কাপড় বেধে বিক্ষোভ মিছিল করেছে সাধারন শিক্ষার্থীরা।

সোমবার দুপুর ২.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে তারা শহীদ মিনারের সামনে মুখে কালো কাপড় বেধে দুই মিনিট নিরবতা পালন করে এবং এক সংক্ষিপ্ত সভার আয়োজন করে।

বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাই নাই, স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচি পালন করা হয়। কোটা ব্যবস্থার সংস্কার করে ৫৬% থেকে ১০% এ নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধায় নিয়োগ দেয়া, চাকরি পরীক্ষায় কোটা পদ্ধতি একাধিকবার ব্যবহার না করা, কোটায় বিশেষ ধরনের কোন পরীক্ষা না পাওয়া এবং চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাটমার্কস ও বয়সসীমা নির্ধারন করা এই ৫ দাবীতে বিক্ষোভ কর্মসূচি পালন করে সাধারন শিক্ষার্থীরা। এছাড়া মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রেখে নাতি-নাতনী কোটা প্রত্যাহারের দাবি জানান তারা।

এসময় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের রাসেল কবির ও আব্দুল বাছেদ, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের মিজানুর রহমান, ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের আবির আহমেদ, নাজমুল হাসান ও আরিফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।