প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা ছিল টাঙ্গাইলে

টাঙ্গাইলবাসীর সবচেয়ে বড় ঈদ উপহার হচ্ছে শেখ হাসিনা মেডিকেল কলেজ .. স্বাস্থ্যমন্ত্রী

পারভেজ হাসান
প্রকাশিত: ০৬:১০ পিএম, বুধবার, ৩০ আগস্ট ২০১৭ | ৩২০২

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, টাঙ্গাইলবাসীর জন্যে সবচেয়ে বড় ঈদ উপহার হচ্ছে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল।

আমার জন্য যেমন তেমন টাঙ্গাইলবাসীর জন্যও এই দিন অত্যন্ত আনন্দায়ক। যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা ছিল টাঙ্গাইলে একটি মেডিকেল কলেজ হাসপাতাল হবে। আগামী কয়েক মাসের মধ্যেই কলেজের একাডেমিক ভবন সহ ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কাজ সম্পন হবে।

আজকে শেখ হাসিনার নেত্বতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে । শেখ হাসিনা সরকার মানেই উয়ন্ননের সরকার, অগ্রগতির সরকার,শান্তির সরকার। কাজেই শেখ হাসিনার এই উয়ন্ননের ধারাকে অব্যাহত রাখতে হলে নৌকাকে বিজয়ী করতে হবে।

আজ বিকেলে টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজের নাম ফলক উদ্বোধন ও ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রতিষ্ঠাতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত আব্দুল মান্নান প্রতিকৃতি উন্মোচন কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরোও বলেন আজকে দেশে এই বন্যা পরিস্থিতে শেখ হাসিনা সকল জায়গায় শুধু ত্রাণ বিতরণের ব্যবস্থা করছেন না তিনি নিজে সশরীরে গিয়েও মানুষকে সাহায্য সহযোগিতা করছেন।

আর এসকল কাজ সম্পন হচ্ছে কেবল প্রধানমন্ত্রীর আন্তরিকতায়।এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মোহাম্মদ আলী, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. পুতুল রায় প্রমুখ।