ঝিনাইদহে

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসনের কক্ষে আলোচনা

মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ সংবাদাতা
প্রকাশিত: ০৬:১৭ পিএম, সোমবার, ২ এপ্রিল ২০১৮ | ৪২১

‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ এ শ্লোগানে ঝিনাইদহে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মতিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক (অবসরপ্রাপ্ত সরকারী কলেজের উপাধ্যক্ষ)এন এম শাহজালাল, সহ-সভাপতি আমিনুর রহমান টুকু, সদস্য হাফিজুর রহমান,খন্দকার শরিফুল ইসলাম,ইসলাম উদ্দিন, ডা: রেজা সেকেন্দার, শিক্ষক, শিক্ষার্থীসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।