বগুড়ায় অাপন চাচী হাতে ১০ বছ‌রের শিশু‌‌কে খুন

খা‌লিদ হাসান,বগুড়া প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ০৪:৩২ পিএম, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮ | ৮৭৯
বগুড়ার শিব‌গঞ্জে ১০ বছ‌রের শিশু‌কে কু‌পি‌য়ে খুন ক‌রার অভি‌যোগ উঠে‌ছে অাপন চাচীর বিরু‌দ্ধে।মৃত শিশুর নাম সা‌কিব হাসান(১০) সে উপ‌জেলার দেউ‌লি ইউনিয়‌নের বোয়ালমারী  গ্রা‌মের হেলাল মিয়ার পুত্র।
 
শুক্রবার বেলা ১২ টার সময়  এই ঘটনা ঘ‌টে।স্থানীয় সূ‌ত্রে জানা যায়, ‌শিশু সা‌কিব পার্শ্ববর্তী মা‌ঠে খেলা‌তে গে‌লে সেখা‌নে তার অাপন চাচা বেলালের স্ত্রী (চাচী) শিউ‌লি বেগম তা‌র মু‌খে ধারা‌লো অস্ত্র দিয়ে এ‌লোপাথারী ভা‌বে কোপা‌তে থাক‌লে একপর্যা‌য়ে মৃত্যু হয় সা‌কি‌বের।‌চিৎকারশু‌নে পার্শ্ববর্তীরা ছু‌টে অা‌সে। ত‌বে অ‌ভিযুক্ত চাচী মান‌ষিক অসুস্থ ব‌লে দা‌বি করেছে তার প‌রিবার।মা‌ঝে মধ্যই তি‌নি পাগলী হন ব‌লে জানায় স্থানীয়রা।
 
‌মোকামতলা পু‌লিশ ফা‌ড়ির ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।এঘটনায় অ‌ভিযুক্ত চাচী‌কে অাটক করা হ‌য়ে‌ছে