বড় ভাই‌য়ের ট্র‌লির নি‌চে প্রাণ গেল ছোট ভাই‌য়ের

খা‌লিদ হাসান,বগুড়া প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ০৮:২৮ পিএম, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮ | ৪৭৭
বগুড়ার ধুনটে বড় ভাই‌য়ের ট্রলির নি‌চে চাপা প‌রে রায়হান আহমেদ (১৪) নামের ছাত্রের মৃত্যু হয়েছে।
 
শুক্রবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে খাটিয়ামারি-মথুরাপুর সড়কের কাশিয়াহাটা ব্রীজে এ দূর্ঘটনা ঘটে।নিহত রায়হান উপ‌জেলার গোপালগর ইউনিয়নের আমদানিপুর গ্রামের আব্দুস সালামের ছেলে এবং খাটিয়ামারী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। একই ঘটনায় নিহতের বড় ভাই ট্রলি চালক রাজু আহমেদ (২২) আহত হয়েছে।
 
স্থানীয় সূ‌ত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল ১০টার দিকে কাশিয়াহাটা গ্রামের জননী ব্রিক্স ইটভাটা থেকে ইট বোঝাই ট্রলি নিয়ে রাজু আহমেদ ও তার ছোট ভাই রায়হান আহমেদ মথুরাপুরের দিকে যাচ্ছিল।পথিমধ্যে খাটিয়ামারি-মথুরাপুর সড়কের কাশিয়াহাটা ব্রীজে ওঠার সময় ইট বোঝাই ট্রলি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই স্কুল ছাত্র রায়হান আহমেদের মৃত্যু হয়।
 
পরে মূমূর্ষ অবস্থায় ট্রলি চালক রাজু আহমেদকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।