আমরা মাদক তৈরি করি না মাদক তৈরীর লাইসেন্সও দেই না-স্বরাষ্ট্রমন্ত্রী

তনয় কুমার বিশ্বাস
প্রকাশিত: ০৮:০৫ পিএম, বুধবার, ২৮ মার্চ ২০১৮ | ১৩৬৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি বলেছেন, আমরা মাদক তৈরি করি না এবং মাদক তৈরির লাইসেন্সও দেই না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদের বিরুদ্ধে যে রকম জিরো টলারেন্স দেখিয়েছে, মাদকের বিরুদ্ধেও ঠিক সেই রকমই জিরো টলারেন্স দেখিয়েছে।

২৮ মার্চ বুধবার টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত জঙ্গি ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা শপথ গ্রহণ করেছিলাম আমরা দেশ থেকে জঙ্গি নির্মূল করবো। আমরা জঙ্গিদের বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দেব না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশ থেকে জঙ্গি নির্মূল করেছি। আমরা যেমন উন্নয়নের রোল মডেল হয়েছি, ঠিক তেমনি জঙ্গি দমনের স্বার্থকতায় বিশ্বের কাছে কাছে নন্দিত হয়েছি। জঙ্গি দমনের পর আমাদের দেশে মাদকের ভয়াবহ আকার ধারণ করছে। তিনি আরও বলেন, আজকে আমরা মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন করছি। ইয়াবা নামক মাদক যোগ করে এ আইন সংশোধন করা হচ্ছে। আমরা অন্ধকার বাংলাদেশ দেখতে চাই না।

আমরা মাদকমুক্ত দেশ গড়ে আলোকিত বাংলাদেশ গড়তে চাই। আমরা মাদক ব্যবসায়ীদের জীবন কঠিন করে ছাড়বো। আমরা সমাজের কাছে এদের পরিচয় করি দেবো। এরা দেশের শত্র“, এরা সমাজের শত্র“। মাদক ব্যবসায়ীরা আমাদের ভবিষ্যত প্রজন্মকে ধ্বংশ করবো।

আমরা বাংলাদেশকে অন্ধকার অবস্থায় দেখতে চাই না। ইয়াবা ও মাদকমুক্ত করে বাংলাদেশটাকে আলোকিত করতে চাই। যারা ইয়াবার ব্যবসা করবে তাদের মৃত্যুদন্ড হবে।

এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব  মোঃ ছানোয়ার হোসেন,ঢাকা রেঞ্জের ডি.আই.জি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম, স্বরাষ্ট্র মন্ত্রাণলায়ের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাগরিক কমিটির আহবায়ক জোয়াহেরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির।