হাসপাতাল ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত....


হাসপাতাল ব্যবস্থাপনা ও চিকিৎসার সেবার মান উন্নয়নের লক্ষ্যে ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৫ মার্চ দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনােরল হাসপাতালের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির আসন গ্রহন করেন টাঙ্গাইল সদর- ৫ আসনে স্থানীয় সংসদ আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন। শুরুতেই সভাপতি সভার সকল উপস্থিত কমিটির সকল সদস্যগনকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এবং হাসপাতাল ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মান উন্নয়নে বিভিন্ন বিষয়ে প্রতি দিক নির্দেশনা ও বাস্তবায়নে পদক্ষেপ গ্রহন পূর্বক এর সফল বাস্তবায়ন করার নির্দেশ প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ মোঃ আলী খান শেখ হাসিনা মেডিকেল কলেজ, ডাঃ সৈয়দ ইবনে সাঈদ সুপারিনেটনডেন্ট জেনারেল হাসপাতাল টাঙ্গাইল, ডাঃ মোঃ শরীফ হোসেন খান সিভিল সার্জন টাঙ্গাইল, জাফর অাহমেদ সভাপতি টাঙ্গাইল প্রেসক্লাব প্রমুখ।