বড়াইগ্রামে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা


নাটোরের বড়াইগ্রামে আব্দুর রাজ্জাক (৩৮) নামে এক যুবককে রাতের আঁধারে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কুজাইল গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আব্দুর রাজ্জাক কুজাইল গ্রামের সোনা মন্ডলের ছেলে।
আহতের ভাই আব্দুর রহমান জানান, মঙ্গলবার রাতে খাওয়া-দাওা শেষে আব্দুর রাজ্জাক বাইরে বের হয়ে যায়। কিছু সময় পরে চিৎকার চেঁচামেচি শুনে এগিয়ে গিয়ে তাকে রাস্তার উপরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি।
পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম হাসপাতালে এবং করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারা তাকে কুপিয়েছে সে বিষয়ে হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রাজ্জাক কিছু জানাতে পারেনি।
এ ব্যাপারে বড়াাইগ্রাম থানার উপ-পরিদর্শক সানোয়ার হোসেন জানান, এই ঘটনায় রাতেই অজ্ঞাত আসামিদের নামে থানায় মামলা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।