নাগরপুরে গণহত্যা দিবস পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০১:৩৬ পিএম, রোববার, ২৫ মার্চ ২০১৮ | ৪৫৫

যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপি নানা অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে প্রামান্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবরিন চৌধুরী, নাগরপুর সরকারি কলেজের প্রভাষক মোঃ শরিফ মিয়া, এমপি পত্মী মমতাজ খন্দকার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ সুজায়েত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মতিউর রহমান মতি, যুগ্ন সম্পাদক আব্দুল অলিম দুলাল, যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুর আলম প্রমুখ।

সভায় বক্তারা তাদের বক্তব্যকালে ২৫ মার্চের ভয়াল কালো রাত্রের বিভিষিকাময় হত্যাকান্ডের বর্ণনা দেন। এবং মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উপস্থিতিদের মধ্যে তুলে ধরেন।

এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারিসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ২৫ শে মার্চের ভয়াল কালো রাত্রের প্রামান্যচিত্র প্রদর্শনী করে।