টাঙ্গাইলে পাগলা মহিষের তান্ডবে আহত আরো দুইজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৫:০১ পিএম, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩ | ৩৩২

টাঙ্গাইলের দেলদুয়ারে পাগলা মহিষের তান্ডব আর আক্রমণে আহত আওয়ামী লীগের নেতাসহ আরও এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার লাউহাটি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী খান এবং একই এলাকার কিতাব আলী। মহিষের তান্ডবের ঘটনায় এ নিয়ে মৃত্যুও সংখ্যা দাঁড়াল তিনজন।

গতকাল সোমবার (২৩ জানুয়ারি) রাত পৌনে নয়টার দিকে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত হাসমত আলী খান চিকিৎসাধীন অবস্থায় ও রাত সাড়ে নয়টায় ঢাকায় নেওয়ার পথে কিতাব আলীর মৃত্যু হয়।

এরআগে রোববার (২২ জানুয়ারি) সকালে উপজেলার লাউহাটি ইউনিয়নের তারুটিয়া গ্রামে সংঘটিত এ ঘটনায় একইদিন মির্জাপুর কুমুদীনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজেরা বেগম নামের এক নারীর মৃত্যু হয়। 

এ বিষয়ে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আলী মৃধা জানান, গত ২২ জানুয়ারি সকালে উপজেলার তারুটিয়া গ্রামে একটি পাগলা মহিষ তান্ডব ও সাধারণ মানুষের ওপর আক্রমণ চালায়। এতে অন্তত ২৫ জন আহত হয়। পরে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। 

তিনি আরও জানান, ঘটনার দিন বিকেল ৩ টার দিকে মির্জাপুর কুমুদীনি হাসপাতালে হাজেরা বেগম নামের এক নারী মৃত্যু হয়। এরপর সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাসমত আলী ও কিতাব আলী নামের আরো দুইজন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।