নন্দীগ্রামে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২৩ পিএম, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮ | ৪০৫

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় বাংলাদেশের উত্তরনের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: শারমিন আখতারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহ: কমিশনার (ভূমি) মাশুকাতে রাব্বি, উপজেলা চেয়ারম্যান মো: নুরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আনিছুর রহমান, সহ-সভাপতি শফি উদ্দিন (ছবি), সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, থানার ওসি নাসির উদ্দিন, প্যানেল চেয়ারম্যান একে আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন ফেরদৌস লিপি, কৃষি কর্মকর্তা মোহা. মশিদুল হক প্রমূখ।

এসময়ে উপজেলার বিাভন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক সংগঠন, স্কুল কলেজের ছাত্র/ছাত্রী ও শিক্ষক মন্ডলীরা উপস্থিত ছিলেন।