বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের কাতারে আসায় টাঙ্গাইলে আনন্দ র‌্যালি

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১০:৪২ এএম, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮ | ৪৫৮

স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ চলে আসায় সারাদেশের মতো টাঙ্গাইলেও আজ বৃহস্পতিবার আনন্দ উৎসব পালিত হয়েছে।

এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন হতে জেলা প্রশাসনের আয়োজনে বর্নাঢ্য একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে।

জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলমসহ সরকারী-বেসরকারী সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও সর্বস্তরের মুক্তিযোদ্ধা জনতা বর্নিল সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রা শেষে পৌর উদ্যানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।